
নবনির্মিত আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে ভারত থেকে অর্ধশতাধিক পণ্য আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া ভারতে রপ্তানি করা যাবে সব ধরনের পণ্য। গত ৩১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সোমবার (৬ নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথটি গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন। বহুল কাঙ্ক্ষিত এ রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাতকৃত সকল পণ্য (সুতা ব্যতীত) এবং ভারত থেকে চাল, গম, পাথর, জিরা, গমের ভুসি, কাজু বাদাম ও গবাদি পশুসহ অর্ধশতাধিক পণ্য আমদানি করা যাবে আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে। এছাড়া একই রেলপথে ভারতের রপ্তানি করা যাবে সব ধরনের পণ্য।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। 







































