
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। তার সমসাময়িক অনেকে বিয়ে করলেও তিনি ছিলেন সিঙ্গেল। কবে বিয়ে করবেন প্রায় এ প্রশ্নের উত্তর দিতে হতো তাকে। অবেশেষে বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী। গত সোমবার শশী বিয়ে করেন বলে জানান। কিন্তু বর কে? সেটিও জানালেন তিনি। তার বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। পারিবারিক ভাবেই বিয়ের আয়োজন শেষ করেন নায়িকা।
শশী ও বর খালিদ হোসাইন
বর অভির সঙ্গে পরিচয় কীভাবে নায়িকার? তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোরীয় এক ড্রামার ডাবিংয়ের সূত্রেই আমাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন অভি। একদিন এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ‘রিপ্লাই ১৯৯৮’ নামে সিরিজের ডাবিংয়ের জন্য আমায় ফোন করেন। ডাবিং ঘিরেই প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।’
শশী জানান, চার পাঁচ মাস আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিয়েতে বরের মা-বাবা ও ভাই এবং শশীর মা ভাই আর বাচ্চারা উপস্থিত ছিলেন।
তবে বিয়ে করলেও অভিনয় থেকে দুরে থাকবেন না অভিনেত্রী সেটিরও ইঙ্গিত দিয়েছেন। এখন খুব কম কাজ করছেন তিনি। গল্প ও চিত্রনাট্য পছন্দ হলেই সে নাটকে অভিনয় করছেন জানান শশী।
বিনোদন ডেস্ক 





































