শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন, আটক ৩

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১০:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৯

যশোর অফিস।।

যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা দাবি করেছেন। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

পুলিশ জানায়,গত সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে আল আমিন ও বাদশার মধ্যে বিরোধ বাঁধে। পরে সুপারভাইজার  লিটন বিষয়টি মিমাংসা করে দেয়। এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের পিতা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীনরা পিতা পুত্রকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আল আমিনকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে পদ্মা ব্রিজের কাছে আল আমিন মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সুইটি খাতুন জানান, আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম বলেন, ইটভাটার শ্রমিক আল আমিন হত্যার ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। হত্যার সাথে জড়িত অপর তিন শ্রমিক একলাম, বাদশা ও বিল্লালকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে আসামি জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর

যশোরে ছুরিকাঘাতে ইটভাটার শ্রমিক খুন, আটক ৩

প্রকাশের সময় : ১০:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

যশোর অফিস।।

যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা দাবি করেছেন। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

পুলিশ জানায়,গত সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে আল আমিন ও বাদশার মধ্যে বিরোধ বাঁধে। পরে সুপারভাইজার  লিটন বিষয়টি মিমাংসা করে দেয়। এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের পিতা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীনরা পিতা পুত্রকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আল আমিনকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে পদ্মা ব্রিজের কাছে আল আমিন মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সুইটি খাতুন জানান, আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম বলেন, ইটভাটার শ্রমিক আল আমিন হত্যার ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। হত্যার সাথে জড়িত অপর তিন শ্রমিক একলাম, বাদশা ও বিল্লালকে আটক করা হয়েছে।