বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সুদানি সেনারা

ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের সেনাবাহিনী । প্রায় দুই বছর ধরে চলা দুই পক্ষের যুদ্ধে এটি সেনাবাহিনীর একটি বড় সাফল্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদেন রবিবার (১৩ জানুয়ারি)  এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সৈন্যরা ওয়াদ মাদানী শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ উদযাপন করছেন। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো একটি অডিও বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর বিমান এবং ইরানের তৈরি ড্রোন ব্যবহারের জন্য তারা পরাজিত হয়েছেন। তবে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে যদি আরও ২০ বছর সময় লাগে তাতেও তিনি হাল ছাড়বেন না।

ওয়াদ মাদানী শহরটি আল-জাজিরা রাজ্যের রাজধানী এবং দেশটির রাজধানী খার্তুম থেকে ১৪০ কিমি দক্ষিণে অবস্থিত। শহরটি একটি কৌশলগত সংযোগস্থল হিসেবেও কাজ করে, যা গুরুত্বপূর্ণ মহাসড়কের মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে। এটি খার্তুমের নিকটতম প্রধান শহরও। সূত্র: বিবিসি

জনপ্রিয়

খেজু‌রের রস খে‌তে গিয়ে শিয়ালের কামড়, ৪ জন আহত

গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে সুদানি সেনারা

প্রকাশের সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বিদ্রোহীদের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সুদানের সেনাবাহিনী । প্রায় দুই বছর ধরে চলা দুই পক্ষের যুদ্ধে এটি সেনাবাহিনীর একটি বড় সাফল্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদেন রবিবার (১৩ জানুয়ারি)  এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সৈন্যরা ওয়াদ মাদানী শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ উদযাপন করছেন। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো একটি অডিও বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর বিমান এবং ইরানের তৈরি ড্রোন ব্যবহারের জন্য তারা পরাজিত হয়েছেন। তবে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে যদি আরও ২০ বছর সময় লাগে তাতেও তিনি হাল ছাড়বেন না।

ওয়াদ মাদানী শহরটি আল-জাজিরা রাজ্যের রাজধানী এবং দেশটির রাজধানী খার্তুম থেকে ১৪০ কিমি দক্ষিণে অবস্থিত। শহরটি একটি কৌশলগত সংযোগস্থল হিসেবেও কাজ করে, যা গুরুত্বপূর্ণ মহাসড়কের মাধ্যমে বেশ কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে। এটি খার্তুমের নিকটতম প্রধান শহরও। সূত্র: বিবিসি