বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

ছবি-সংগৃহীত

কক্সবাজারের স্থানীয় একদল মানুষের সঙ্গে বিমান বাহিনী সদস্যদের সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম শিহাব কবির।

কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে৷

নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

কক্সবাজারের ডিসি মোহম্মদ সালাহউদ্দিন বলেন, “হাসপাতালে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।”

স্থানীয়রা এই সংঘাতের জন্য বিমান বাহিনীর সদস্যদেরকে দায়ী করলেও ডিসি বলছেন, কীভাবে এটি ঘটেছে তা এখনও অজানা। এ নিয়ে তদন্ত হবে।

দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ডিসি সালাউদ্দিন।

এই ঘটনায় দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলে, “কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু ‘দুর্বৃত্ত’ অতর্কিত হামলা চালায় উল্লেখ করে এতে আরও বলা হয়, “এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

জনপ্রিয়

বছরজুড়ে যা যা করল ইবি ছাত্রদল

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

প্রকাশের সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজারের স্থানীয় একদল মানুষের সঙ্গে বিমান বাহিনী সদস্যদের সংঘর্ষের মধ্যে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম শিহাব কবির।

কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে৷

নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

কক্সবাজারের ডিসি মোহম্মদ সালাহউদ্দিন বলেন, “হাসপাতালে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।”

স্থানীয়রা এই সংঘাতের জন্য বিমান বাহিনীর সদস্যদেরকে দায়ী করলেও ডিসি বলছেন, কীভাবে এটি ঘটেছে তা এখনও অজানা। এ নিয়ে তদন্ত হবে।

দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ডিসি সালাউদ্দিন।

এই ঘটনায় দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলে, “কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু ‘দুর্বৃত্ত’ অতর্কিত হামলা চালায় উল্লেখ করে এতে আরও বলা হয়, “এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।