শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করল প্রসাশন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জমি উদ্ধার করেছে কুলাউড়া উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার ২৪শে এপ্রিল দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জমিগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন প্রসাশন ।
শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া নামে ব্যক্তিরা দখল করে ভোগ করছিলেন। সম্প্রতি পরিমাপের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করল প্রসাশন

প্রকাশের সময় : ০৯:০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জমি উদ্ধার করেছে কুলাউড়া উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার ২৪শে এপ্রিল দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জমিগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন প্রসাশন ।
শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া নামে ব্যক্তিরা দখল করে ভোগ করছিলেন। সম্প্রতি পরিমাপের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।