
দেশে শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন বা সংস্কার না করে জাতীয় নির্বাচনের দিকে না হাঁটার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বক্তৃতা করেন তিনি।
নুর বলেন, ‘আল্লাহ মানুষকে ধন-সম্পদ এবং ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন। গত ১০ বছর আমাদের কাছ থেকে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।
তিনি বলেন, ‘বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়। আমরা দেখতে পাচ্ছি, জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের অংশীজনরা মজলুমরা আজ উৎফুল্ল, অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে।’
গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘মনে রাখতে হবে, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো, আল্লাহপাকও আমাদের ছাড় দেবেন না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নুর বলেন, রক্তের বিনিময়ে যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে; সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না।
তিনি বলেন, নির্বাচনের আগে সব দল যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্রব্যবস্থা যেন থাকে, একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 







































