
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নতুন ব্রিজের উত্তর দিক মরা পদ্মা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে নদীর তীরবর্তী কৃষিজমি, ঘরবাড়ি ও জনপদ মারাত্মক ঝুঁকিতে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































