বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ফোন উদ্ধার প্রকৃত মালিকদের হস্তান্তর 

মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের  কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থানা থেকে ১৪টি, পাংশা মডেল থানা থেকে ১২টি, কালুখালী থানা থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি—মোট ১০৪টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলো যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম এ কাজে নিয়োজিত রয়েছে।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান

রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ফোন উদ্ধার প্রকৃত মালিকদের হস্তান্তর 

প্রকাশের সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী 
রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের  কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থানা থেকে ১৪টি, পাংশা মডেল থানা থেকে ১২টি, কালুখালী থানা থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি—মোট ১০৪টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলো যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম এ কাজে নিয়োজিত রয়েছে।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।