
যশোর অফিস
ফিলিস্তিনে স্বাধীনতাকামী জনগণের ওপর ইজরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাঘারপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
রেসিডেনশিয়াল স্কুলের প্রধান হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব সন্তোষ কুমার অধিকারী। তিনি বলেন, “ফিলিস্তিনের এই অমানবিক যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। নিরীহ শিশুদের রক্তে ভেসে যাচ্ছে মানবতা। অবুঝ শিশুদের মুক্তি দিতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে শান্তির পথে এগিয়ে আসতে হবে।”
এ সময় বক্তারা ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলকে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
যশোর অফিস 







































