সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি 
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন ও র‍্যালি আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ বছরের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে–র উপজীব্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতাভিত্তিক রূপান্তর।
কিশোর-কিশোরী, নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রভাব তুলে ধরা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির প্রকল্প সমন্বয়কারী মোছা আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা রাজিয়া সুলতানা ও মোছা আকলিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য এবং গ্রামভিত্তিক বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে চরাঞ্চলে বন্যা, অসময়ে বৃষ্টি, খরা ও নদীভাঙন বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, বাস্তুভিটা হারানোর ঝুঁকি এবং শ্রমজীবী মানুষের কর্মহীনতার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ করে নারী ও শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

প্রকাশের সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন ও র‍্যালি আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ বছরের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে–র উপজীব্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতাভিত্তিক রূপান্তর।
কিশোর-কিশোরী, নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রভাব তুলে ধরা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির প্রকল্প সমন্বয়কারী মোছা আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা রাজিয়া সুলতানা ও মোছা আকলিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য এবং গ্রামভিত্তিক বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে চরাঞ্চলে বন্যা, অসময়ে বৃষ্টি, খরা ও নদীভাঙন বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, বাস্তুভিটা হারানোর ঝুঁকি এবং শ্রমজীবী মানুষের কর্মহীনতার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ করে নারী ও শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।