সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নাশকতা মামলায় ৬ জন আটক

ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি 
যশোর কোতোয়ালি থানায় দায়েরকরা নাশকাতার আভিযোগে আলাদা দুটি মামলায় ৬ জনকে আটক করে করাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানিয়েছেন,গত ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য তৈরিকৃত ব্যানারসহ দুজনকে আটক করা হয়েছিল। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছিল। এই মামলার সন্দেহ ভাজন তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, খোলাডাঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে রাকিব হোসেন, চৌগাছার পশ্চিম কারিগর পাড়ার শাহাবুদ্দিন চুনুর ছেলে আবু রায়হান দিপু এবং পনুয়া বাজার পাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে নূর হোসেন। আটক তিনজনকেই এই মামলায় আটক দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এস আই আশরাফ উদ্দিন জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল, হামলা ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলার সন্দেহ ভাজন তিন আসামিকে আটক করা হয়েছে। এরা হলেন, ঘোপ নওয়াপাড়া রোডের মৃত এসএম আজাদের ছেলে এস এম ইউসুফ শহিদ, রেলগেট পশ্চিম পাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে জিনারুল ইসলাম এবং মৃত নূর আলী গাজীর ছেলে গোলাম রব্বানী। আটক তিনজনকেই শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

যশোরে নাশকতা মামলায় ৬ জন আটক

প্রকাশের সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
যশোর প্রতিনিধি 
যশোর কোতোয়ালি থানায় দায়েরকরা নাশকাতার আভিযোগে আলাদা দুটি মামলায় ৬ জনকে আটক করে করাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানিয়েছেন,গত ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য তৈরিকৃত ব্যানারসহ দুজনকে আটক করা হয়েছিল। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছিল। এই মামলার সন্দেহ ভাজন তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, খোলাডাঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে রাকিব হোসেন, চৌগাছার পশ্চিম কারিগর পাড়ার শাহাবুদ্দিন চুনুর ছেলে আবু রায়হান দিপু এবং পনুয়া বাজার পাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে নূর হোসেন। আটক তিনজনকেই এই মামলায় আটক দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এস আই আশরাফ উদ্দিন জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল, হামলা ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলার সন্দেহ ভাজন তিন আসামিকে আটক করা হয়েছে। এরা হলেন, ঘোপ নওয়াপাড়া রোডের মৃত এসএম আজাদের ছেলে এস এম ইউসুফ শহিদ, রেলগেট পশ্চিম পাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে জিনারুল ইসলাম এবং মৃত নূর আলী গাজীর ছেলে গোলাম রব্বানী। আটক তিনজনকেই শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।