শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৫
যশোর অফিস 
বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে যশোরবাসী। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের মাতম শুরু হয়।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোক বই খোলা হয়েছে,যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।
শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অধ্যাপক নার্গিস বেগম অশ্রুসজল চোখে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আপোষহীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে শোকাহত যশোরবাসী নিজ নিজ অবস্থান থেকে দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।
এছাড়া জেলার আটটি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন নেতাকর্মীরা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর

প্রকাশের সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে যশোরবাসী। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের মাতম শুরু হয়।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোক বই খোলা হয়েছে,যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।
শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অধ্যাপক নার্গিস বেগম অশ্রুসজল চোখে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আপোষহীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে শোকাহত যশোরবাসী নিজ নিজ অবস্থান থেকে দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।
এছাড়া জেলার আটটি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন নেতাকর্মীরা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।