বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৬

ছবি-সংগৃহীত

যশোর অফিস 

যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০) ও যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮)আটক করেছে পুলিশ। আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান,গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সেলিম আহমেদ ও সাকিব আহমেদকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক সেলিম আহমেদ যশোর শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে সাকিব আহমেদ যুবলীগের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক।

তারা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে আটক দুজনকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক

প্রকাশের সময় : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

যশোর অফিস 

যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০) ও যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮)আটক করেছে পুলিশ। আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান,গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সেলিম আহমেদ ও সাকিব আহমেদকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক সেলিম আহমেদ যশোর শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে সাকিব আহমেদ যুবলীগের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক।

তারা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে আটক দুজনকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।