
যশোর অফিস
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে। যারা নবী রাসূলকে নিষ্পাপ মনে করেন না যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন না তারা আজকে ইসলামের ইজারা নেয়ার চেষ্টা করছেন, এটা রুখে দিতে হবে। আমাদের থেকে আপনারা আলমরা শতগুণ বেশি জানেন। তাই ইসলামের সঠিক বার্তাটি সমাজে পৌঁছে দিতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহেুর মাগফেরাত কামনায় ওলামায়ে মাশায়েখদের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, কিছু লোক ইসলামের কথা বলে অনৈসলামিক কাজটা বেশি করছেন এবং তারা কম জানাশোনা, বিশেষ করে মা বোনদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এজন্য ইসলামের সঠিক বার্তাটি পৌঁছে দিতে হবে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সভাপতি এম এম বাহা উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুসহ জমিয়াতুল মোদার্রেছীনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর অফিস 







































