মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানইউর জালে ৩ গোল দিলো রেক্সহাম এএফসি

নেদারল্যান্ডসের ক্লাব রেক্সহ্যাম এএফসির কাছে হার মেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৌসুম পূর্ববর্তী প্রীতি ম্যাচে তাদের ৩-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাবটি।

অবশ্য রেক্সহামের বিপক্ষে ম্যানইউর তরুণ একটি দল খেলে। মূল দল প্রস্তুতি নিচ্ছে হাস্টনে। যেখানে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে আজ রাতে। সেজন্য একাডেমি দলটিকে মাঠে নামানো হয় রেক্সহামের বিপক্ষে।

এদিন ম্যাচের ২৯ মিনিটেই এলিয়ট লি গোল করে এগিয়ে নেন নেদারল্যান্ডসের ক্লাবটিকে। ৩৬ মিনিটের মাথায় অ্যারন হায়ডেন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অবশ্য বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় রেড ডেভিলসদের যুব দল। ৪৫+৬ মিনিটের মাথায় মার্ক জুরাডো গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৪৭ মিনিটের মাথায় ম্যানইউর ড্যানিয়েল গোরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিযে খেলতে হয় তাদের।

বাকি সময়ে ম্যানইউ অবশ্য আর গোল পায়নি। তবে রেক্সহাম ৬৯ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে। এ সময় স্যাম ডালবি গোল করে জয় নিশ্চিত করেন।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

ম্যানইউর জালে ৩ গোল দিলো রেক্সহাম এএফসি

প্রকাশের সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

নেদারল্যান্ডসের ক্লাব রেক্সহ্যাম এএফসির কাছে হার মেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৌসুম পূর্ববর্তী প্রীতি ম্যাচে তাদের ৩-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাবটি।

অবশ্য রেক্সহামের বিপক্ষে ম্যানইউর তরুণ একটি দল খেলে। মূল দল প্রস্তুতি নিচ্ছে হাস্টনে। যেখানে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে আজ রাতে। সেজন্য একাডেমি দলটিকে মাঠে নামানো হয় রেক্সহামের বিপক্ষে।

এদিন ম্যাচের ২৯ মিনিটেই এলিয়ট লি গোল করে এগিয়ে নেন নেদারল্যান্ডসের ক্লাবটিকে। ৩৬ মিনিটের মাথায় অ্যারন হায়ডেন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অবশ্য বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় রেড ডেভিলসদের যুব দল। ৪৫+৬ মিনিটের মাথায় মার্ক জুরাডো গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৪৭ মিনিটের মাথায় ম্যানইউর ড্যানিয়েল গোরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিযে খেলতে হয় তাদের।

বাকি সময়ে ম্যানইউ অবশ্য আর গোল পায়নি। তবে রেক্সহাম ৬৯ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে। এ সময় স্যাম ডালবি গোল করে জয় নিশ্চিত করেন।