মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফাঁস : তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের গোপন নথি ফাঁস ও বোর্ড চলাকালীন উপাচার্যের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। যেখানে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে আহবায়ক করা হয়েছে। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য এবং সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে কে এম নূর আহমদ বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জনপ্রিয়

বাগেরহাট–রামপালে পানিসংকট ও খাল দখলে কৃষি বিপর্যস্ত: সরকারি খাল ও খাস পুকুর অবমুক্তের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফাঁস : তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের গোপন নথি ফাঁস ও বোর্ড চলাকালীন উপাচার্যের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। যেখানে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে আহবায়ক করা হয়েছে। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য এবং সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে কে এম নূর আহমদ বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।