বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১১৯

মানববন্ধন

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল, ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারিনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৭ বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ। এসময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে।

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল, ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারিনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৭ বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ। এসময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে।