
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর সরকার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে। তিনি রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 







































