শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৪
যশোর অফিস 
দুর্নীতির অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। যথাযথ তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টির সুরাহা করার আহ্বান জানান।
জনপ্রিয়

আমি অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

দুর্নীতির মামলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
যশোর অফিস 
দুর্নীতির অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। যথাযথ তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টির সুরাহা করার আহ্বান জানান।