রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে টাইগাররা

মামুন বাবু ## নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। গতকাল (শনিবার) ডানেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারে ৮ উইকেটে। আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ খেলতে রবিবার ৫ ঘণ্টার বাস জার্নি করে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকা বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৫ ঘণ্টার দীর্ঘ বাস জার্নির পর আজ (রবিবার) বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে পৌঁছেছি।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চের পথে আমাদের যাত্রা শুরু হয়। পথে মধ্যাহ্ন ভোজ ও কফি পানের দুই দফা বিরতির পর স্থানীয় সময় বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে হোটেলে এসে উঠেছি।’

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয় পায়নি বাংলাদেশ। এবারের সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বারবারই বলে আসছেন যে, পুরোনো ইতিহাস বদলে দিতে চান তারা।

সিরিজের প্রথম ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে ডুবিয়েছে। টাইগাররা প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। পরে নিউজিল্যান্ড ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।

প্রথম ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদ দুজনই হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেন।

তামিম ইকবাল বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোনো সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে। আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি। কিন্তু আজ সেটা যথেষ্ট ছিল না।’

তাসকিন আহমেদ বলেন, ‘আমরা ভালো ব্যাট করতে পারিনি। মাত্র ১৩১ রান করতে পেরেছি। এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।’

তিনি আরো বলেন, ‘আমরা ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী। সিরিজে আমাদের এখনো দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বিশেষভাবে নিউজিল্যান্ডে আমরা ভালো করতে পারি না। তবে আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা

দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে টাইগাররা

প্রকাশের সময় : ০৭:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

মামুন বাবু ## নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। গতকাল (শনিবার) ডানেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারে ৮ উইকেটে। আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ খেলতে রবিবার ৫ ঘণ্টার বাস জার্নি করে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকা বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৫ ঘণ্টার দীর্ঘ বাস জার্নির পর আজ (রবিবার) বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে পৌঁছেছি।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চের পথে আমাদের যাত্রা শুরু হয়। পথে মধ্যাহ্ন ভোজ ও কফি পানের দুই দফা বিরতির পর স্থানীয় সময় বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে হোটেলে এসে উঠেছি।’

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয় পায়নি বাংলাদেশ। এবারের সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বারবারই বলে আসছেন যে, পুরোনো ইতিহাস বদলে দিতে চান তারা।

সিরিজের প্রথম ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে ডুবিয়েছে। টাইগাররা প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। পরে নিউজিল্যান্ড ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।

প্রথম ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদ দুজনই হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেন।

তামিম ইকবাল বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোনো সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে। আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি। কিন্তু আজ সেটা যথেষ্ট ছিল না।’

তাসকিন আহমেদ বলেন, ‘আমরা ভালো ব্যাট করতে পারিনি। মাত্র ১৩১ রান করতে পেরেছি। এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।’

তিনি আরো বলেন, ‘আমরা ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী। সিরিজে আমাদের এখনো দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বিশেষভাবে নিউজিল্যান্ডে আমরা ভালো করতে পারি না। তবে আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’