বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেজিএফ টুতে আইটেম গানে নাচবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক ## বর্তমান সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির অপেক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে কোটি কোটি দর্শক। তার ভিড়ে এবার এলো দারুণ এক খবর। ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে যশ চোপড়ার বিপরীতে দেখা মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহির। এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্রমতে।

 

তবে সিনেমাটির অফিশিয়াল সূত্রমতে এখনো কোনো কিছু না জানানো হয়নি এ ব্যাপারে।

‘কেজিএফ চ্যাপটার টু’- এর খুব কাছের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হায়দ্রাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে। গত ফেব্রুয়ারিতে এতে অংশ নেন নোরা ফাতেহি।

প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন যশ, সঞ্জয় দত্ত, সৃনিধি শেঠি, প্রকাশ রাজসহ আরো অনেকে। আসন্ন ১৬ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

উল্লেখ্য, ‘কেজিএফ চ্যাপটার টু’ হিন্দি ভাষার ডাবিং যশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যশ মনে করছেন তার হিন্দি উচ্চারণ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আর তাই তার বদলে সিনেমায় হিন্দি ডাবিং করছেন সংকত মাহরী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

কেজিএফ টুতে আইটেম গানে নাচবেন নোরা ফাতেহি

প্রকাশের সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক ## বর্তমান সময়ের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি ‘কেজিএফ চ্যাপ্টার টু’। ছবিটির অপেক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে কোটি কোটি দর্শক। তার ভিড়ে এবার এলো দারুণ এক খবর। ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তিতে রাখা হবে একটি আইটেম সং। এখানে যশ চোপড়ার বিপরীতে দেখা মিলবে বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহির। এমনই খবর ছড়িয়েছে সিনেমার কিছু সূত্রমতে।

 

তবে সিনেমাটির অফিশিয়াল সূত্রমতে এখনো কোনো কিছু না জানানো হয়নি এ ব্যাপারে।

‘কেজিএফ চ্যাপটার টু’- এর খুব কাছের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হায়দ্রাবাদে সিনেমাটির গানের শুটিং হয়েছে। গত ফেব্রুয়ারিতে এতে অংশ নেন নোরা ফাতেহি।

প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন যশ, সঞ্জয় দত্ত, সৃনিধি শেঠি, প্রকাশ রাজসহ আরো অনেকে। আসন্ন ১৬ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

উল্লেখ্য, ‘কেজিএফ চ্যাপটার টু’ হিন্দি ভাষার ডাবিং যশের করার কথা থাকলেও তিনি হিন্দি ডাবিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যশ মনে করছেন তার হিন্দি উচ্চারণ নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। আর তাই তার বদলে সিনেমায় হিন্দি ডাবিং করছেন সংকত মাহরী।