শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খিদে বাড়াতে সাহায্য করে যে পারফিউম

মার্কিন ফুড ব্র্যান্ড ‘আইডাহো পটেটো’ মূলত আলুর তৈরি নানা রেসিপির জন্য বিখ্যাত। আলুগুলো বিশেষ পদ্ধতিতে তাদের নিজস্ব খামারেই উৎপাদন করা হয়। ভালোবাসা দিবসে তারা বাজারে এনেছে তাদের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইয়ের ঘ্রাণ দিয়ে বানানো একটি পারফিউম।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১ লা ফেব্রুয়ারি বাজারে ছাড়া সেই পারফিউম মাত্র ১৮ দিনের মাথায় হয়ে যায় ‘আউট অব স্টক’। অনেকেই এখন পারফিউমটি কেনার জন্য খোঁজ করছেন। তাদের কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করেছে কোম্পানিটি। তারা বুঝতে পারেনি যে পারফিউমটি মানুষ এতটা পছন্দ করবে।

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনের অংশ হিসেবে পারফিউমটি বাজারে এনেছিল তারা। কিন্তু ক্রেতারা বিষয়টি ‘সিরিয়াসলি’ নিয়েছেন। হু হু করে বিক্রি হয়েছে এই পারফিউম। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেখানে আইডাহো পটেটোর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি হিগহ্যাম বলেন, ‘এই পারফিউম ভালোবাসা দিবসের জন্য একটা দুর্দান্ত উপহার। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইকে যারা “না” করতে পারেন না।

ইনস্টাগ্রামে আইডাহো পটেটোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এ ফ্রেঞ্চ ফ্রাইয়ের পারফিউমের ছবি। তার নিচে ব্যবহারকারীরা জানিয়েছেন, পারফিউমটি খিদে উদ্রেককারী। এ পারফিউম ব্যবহারকারীর ভালো লাগার পেছনে এই ঘ্রাণের অবদান রয়েছে। একজন লিখেছেন, তার নাকি এ পারফিউম ব্যবহারকারীকেই খেয়ে ফেলতে ইচ্ছা করে!

সূত্র- ইন্টারনেট

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

খিদে বাড়াতে সাহায্য করে যে পারফিউম

প্রকাশের সময় : ০৭:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
মার্কিন ফুড ব্র্যান্ড ‘আইডাহো পটেটো’ মূলত আলুর তৈরি নানা রেসিপির জন্য বিখ্যাত। আলুগুলো বিশেষ পদ্ধতিতে তাদের নিজস্ব খামারেই উৎপাদন করা হয়। ভালোবাসা দিবসে তারা বাজারে এনেছে তাদের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইয়ের ঘ্রাণ দিয়ে বানানো একটি পারফিউম।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১ লা ফেব্রুয়ারি বাজারে ছাড়া সেই পারফিউম মাত্র ১৮ দিনের মাথায় হয়ে যায় ‘আউট অব স্টক’। অনেকেই এখন পারফিউমটি কেনার জন্য খোঁজ করছেন। তাদের কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করেছে কোম্পানিটি। তারা বুঝতে পারেনি যে পারফিউমটি মানুষ এতটা পছন্দ করবে।

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনের অংশ হিসেবে পারফিউমটি বাজারে এনেছিল তারা। কিন্তু ক্রেতারা বিষয়টি ‘সিরিয়াসলি’ নিয়েছেন। হু হু করে বিক্রি হয়েছে এই পারফিউম। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেখানে আইডাহো পটেটোর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি হিগহ্যাম বলেন, ‘এই পারফিউম ভালোবাসা দিবসের জন্য একটা দুর্দান্ত উপহার। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইকে যারা “না” করতে পারেন না।

ইনস্টাগ্রামে আইডাহো পটেটোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এ ফ্রেঞ্চ ফ্রাইয়ের পারফিউমের ছবি। তার নিচে ব্যবহারকারীরা জানিয়েছেন, পারফিউমটি খিদে উদ্রেককারী। এ পারফিউম ব্যবহারকারীর ভালো লাগার পেছনে এই ঘ্রাণের অবদান রয়েছে। একজন লিখেছেন, তার নাকি এ পারফিউম ব্যবহারকারীকেই খেয়ে ফেলতে ইচ্ছা করে!

সূত্র- ইন্টারনেট