মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চারদিন ব্যাপী জনশুমারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী মাঠ পর্যায়ে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাগেরহাটের কাড়াপাড়া ইউনয়নের জনশুমারি ও গৃহগণনার জন্য অংশগ্রহণকারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের মতবিনিময়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। এর আগে গত ৪ জুন সদর উপজেলার দশানী বালিকা বিদ্যালয়ে কাড়াপাড়া ইউনিয়নের নির্ধারিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন।
কর্মশালা উদ্বোধন করে চেয়ারম্যান বলেন, দেশের জনসংখ্যা , বার্ষিক খাদ্য উৎপাদন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকৃতদের সংখ্যা তা নির্ধারণ করতে সঠিক নির্ভুল পরিসংখ্যান প্রয়োজন। দেশের উন্নয়নে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৮০ জন সদস্য অংশগ্রহন করেন। এতে প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাগেরহাট সদরের জোনাল অফিসার (জোন টু) এস এম ইফতেখার জামান। কারিগরি সহায়তায় ছিলেন আইটি সুপার ভাইজার উৎপল দাস।
কর্মশালায় অংশ নেওয়া রানা মিনা বলেন, দেশে প্রথমবারের  ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হচ্ছে।  এই শুমারিতে সম্পৃক্ত হতে পেরে খুব ভাল লাগছে। চারদিনের প্রশিক্ষণে অনেক নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছি। আশাকরি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।
কর্মশালা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোনাল অফিসার এস এম ইফতেখার জামান বলেন, জন ও গৃহশুমারি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ কাজে যারা নিয়োজিত আছেন তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। গণনায় যাতে কোনো ভুল না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে অংশগ্রহণকারীদের দিক-নির্দেশনা দেন তিনি।
জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বাগেরহাটে চারদিন ব্যাপী জনশুমারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
দেশে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী মাঠ পর্যায়ে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাগেরহাটের কাড়াপাড়া ইউনয়নের জনশুমারি ও গৃহগণনার জন্য অংশগ্রহণকারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকেলে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের মতবিনিময়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। এর আগে গত ৪ জুন সদর উপজেলার দশানী বালিকা বিদ্যালয়ে কাড়াপাড়া ইউনিয়নের নির্ধারিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন।
কর্মশালা উদ্বোধন করে চেয়ারম্যান বলেন, দেশের জনসংখ্যা , বার্ষিক খাদ্য উৎপাদন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকৃতদের সংখ্যা তা নির্ধারণ করতে সঠিক নির্ভুল পরিসংখ্যান প্রয়োজন। দেশের উন্নয়নে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৮০ জন সদস্য অংশগ্রহন করেন। এতে প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাগেরহাট সদরের জোনাল অফিসার (জোন টু) এস এম ইফতেখার জামান। কারিগরি সহায়তায় ছিলেন আইটি সুপার ভাইজার উৎপল দাস।
কর্মশালায় অংশ নেওয়া রানা মিনা বলেন, দেশে প্রথমবারের  ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হচ্ছে।  এই শুমারিতে সম্পৃক্ত হতে পেরে খুব ভাল লাগছে। চারদিনের প্রশিক্ষণে অনেক নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছি। আশাকরি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।
কর্মশালা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোনাল অফিসার এস এম ইফতেখার জামান বলেন, জন ও গৃহশুমারি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ কাজে যারা নিয়োজিত আছেন তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। গণনায় যাতে কোনো ভুল না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে অংশগ্রহণকারীদের দিক-নির্দেশনা দেন তিনি।