রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করল ভারত

ছবি-সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশকে ‘সন্ত্রাসবাদ’ ইস্যুতে সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জয়সোয়াল জানান, মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ উত্থাপন করলে জয়শঙ্কর স্পষ্টভাবে জানান, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ না করে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং এ বিষয়ে কোনো আপস করবে না।

এদিকে ২০১৬ সালে জম্মু-কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসী হামলার পর থেকে সার্ক সম্মেলনের কার্যক্রম থমকে যায়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত জানিয়ে দেয়, সন্ত্রাসবাদ ও আলোচনার পথ একসঙ্গে চলতে পারে না।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশে সাম্প্রতিক কিছু মন্তব্য এবং তার দ্বিপাক্ষিক সম্পর্কে সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছি। এটি অবশ্যই সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে আমরা সচেতন। এমনকি চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাতেও এই প্রসঙ্গ উঠে এসেছে।

  সূত্র: এনডিটিভি 

সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করল ভারত

প্রকাশের সময় : ১২:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশকে ‘সন্ত্রাসবাদ’ ইস্যুতে সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জয়সোয়াল জানান, মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গ উত্থাপন করলে জয়শঙ্কর স্পষ্টভাবে জানান, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ না করে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং এ বিষয়ে কোনো আপস করবে না।

এদিকে ২০১৬ সালে জম্মু-কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসী হামলার পর থেকে সার্ক সম্মেলনের কার্যক্রম থমকে যায়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত জানিয়ে দেয়, সন্ত্রাসবাদ ও আলোচনার পথ একসঙ্গে চলতে পারে না।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশে সাম্প্রতিক কিছু মন্তব্য এবং তার দ্বিপাক্ষিক সম্পর্কে সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছি। এটি অবশ্যই সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে আমরা সচেতন। এমনকি চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাতেও এই প্রসঙ্গ উঠে এসেছে।

  সূত্র: এনডিটিভি