শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় প্রথম শিশু সহ ২ জন করোনা রোগী শনাক্ত

ভোলা প্রতিনিধি॥

ভোলার বোরহানউদ্দিন এক শিশু ও মনপুরায় এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১১ টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই জেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপের্ট পজেটিভ এসেছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, শুক্রবার থেকে পুরো এলাকা লকডাউন করা হবে এবং আক্রান্তদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তবে শিশুটি কিভাবে আক্রান্ত হলো তা এখনো জানাযায়নি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত যুবক কয়েকদিন পূর্বে ঢাকার নারায়নগঞ্জ থেকে বাড়ি এসেছে। যুবকটির অসুস্থতার খবর শুনে ডা. মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি টিম ঐ যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বরিশালে প্রেরন করা হয়। পাশাপাশি তার বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। ঐ সময় থেকেই যুবকটি হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে সূত্র জানায়।
ভোলা জেলায় এ পর্যন্ত ২৪২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২১৪ টি নমুনা নেগেটিভ এসছে। বর্তমানে আইসোলেশনে রয়েছে একজন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভোলায় প্রথম শিশু সহ ২ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশের সময় : ০২:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

ভোলা প্রতিনিধি॥

ভোলার বোরহানউদ্দিন এক শিশু ও মনপুরায় এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১১ টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই জেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপের্ট পজেটিভ এসেছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, শুক্রবার থেকে পুরো এলাকা লকডাউন করা হবে এবং আক্রান্তদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তবে শিশুটি কিভাবে আক্রান্ত হলো তা এখনো জানাযায়নি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত যুবক কয়েকদিন পূর্বে ঢাকার নারায়নগঞ্জ থেকে বাড়ি এসেছে। যুবকটির অসুস্থতার খবর শুনে ডা. মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি টিম ঐ যুবকের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বরিশালে প্রেরন করা হয়। পাশাপাশি তার বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। ঐ সময় থেকেই যুবকটি হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে সূত্র জানায়।
ভোলা জেলায় এ পর্যন্ত ২৪২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২১৪ টি নমুনা নেগেটিভ এসছে। বর্তমানে আইসোলেশনে রয়েছে একজন।