রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা ঘোষণায় বিদেশি মদ, সিগারেট আমদানি চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম ব্যুরো ## রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ঘোষণায় বিদেশি মদ, বিয়ার ও সিগারেট আমদানির কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানিকারক হংকং থেকে উৎপাদন ও নির্মাণ সরঞ্জামাদি এবং খাদ্য সামগ্রী আমদানির ঘোষণা দিলেও ঘোষিত পণ্যের আড়ালে এসব পণ্য নিয়ে আসে। এরপর নিয়ম অনুযায়ী পণ্য পরীক্ষার জন্য কন্টেইনারের ভিতরের সকল পণ্য বের করার জন্য সিএন্ডএফ প্রতিনিধিকে অনুরোধ করা হলে একই তারিখে কনটেইনার কিপডাউন করে পণ্য নামানো হয়। এসময় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম কায়িক পরীক্ষা করে দেখতে পায়, খাদ্য সামগ্রী আনা বড় কাঠের বক্সের ভেতর বিভিন্ন কার্টুনে খাদ্য সামগ্রীর সাথে লুকানো অবস্থায় সিগারেট, মদ ও বিয়ার রয়েছে। সকল পণ্য পরীক্ষা শেষে দেখা যায়, আমদানিকারক ঘোষণা বহির্ভূতভাবে আনুমানিক ২৬.৫ লিটার মদ, ১০ হাজার ২০০ শলাকা সিগারেট ও এক কেস বিয়ার আমদানি করেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসাচ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. রেজাউল করিম বলেন, বেপজা এর ইম্পোর্ট পারমিট (আইপি) পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রীর মধ্যে জুস, চা, বাদাম ও লেমন সিড এর আমদানির অনুমোদন রয়েছে। কিন্তু আমদানিকারক মদ ও সিগারেট ছাড়াও চকলেট, কেক, কফি, বাদাম, চিনি, পানি, সুপ ইত্যাদি আমদানি করেছে। একইসঙ্গে ঘোষিত পণ্যের চেয়ে অতিরিক্ত পণ্য এবং ঘোষণা বহির্ভূতভাবে বিভিন্ন পণ্য আমদানি করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

মিথ্যা ঘোষণায় বিদেশি মদ, সিগারেট আমদানি চট্টগ্রাম বন্দরে

প্রকাশের সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

চট্টগ্রাম ব্যুরো ## রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ঘোষণায় বিদেশি মদ, বিয়ার ও সিগারেট আমদানির কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানিকারক হংকং থেকে উৎপাদন ও নির্মাণ সরঞ্জামাদি এবং খাদ্য সামগ্রী আমদানির ঘোষণা দিলেও ঘোষিত পণ্যের আড়ালে এসব পণ্য নিয়ে আসে। এরপর নিয়ম অনুযায়ী পণ্য পরীক্ষার জন্য কন্টেইনারের ভিতরের সকল পণ্য বের করার জন্য সিএন্ডএফ প্রতিনিধিকে অনুরোধ করা হলে একই তারিখে কনটেইনার কিপডাউন করে পণ্য নামানো হয়। এসময় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম কায়িক পরীক্ষা করে দেখতে পায়, খাদ্য সামগ্রী আনা বড় কাঠের বক্সের ভেতর বিভিন্ন কার্টুনে খাদ্য সামগ্রীর সাথে লুকানো অবস্থায় সিগারেট, মদ ও বিয়ার রয়েছে। সকল পণ্য পরীক্ষা শেষে দেখা যায়, আমদানিকারক ঘোষণা বহির্ভূতভাবে আনুমানিক ২৬.৫ লিটার মদ, ১০ হাজার ২০০ শলাকা সিগারেট ও এক কেস বিয়ার আমদানি করেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসাচ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. রেজাউল করিম বলেন, বেপজা এর ইম্পোর্ট পারমিট (আইপি) পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রীর মধ্যে জুস, চা, বাদাম ও লেমন সিড এর আমদানির অনুমোদন রয়েছে। কিন্তু আমদানিকারক মদ ও সিগারেট ছাড়াও চকলেট, কেক, কফি, বাদাম, চিনি, পানি, সুপ ইত্যাদি আমদানি করেছে। একইসঙ্গে ঘোষিত পণ্যের চেয়ে অতিরিক্ত পণ্য এবং ঘোষণা বহির্ভূতভাবে বিভিন্ন পণ্য আমদানি করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।