শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শুঁটকির মৌসুম শেষ, দুবলার চর ছাড়ছেন জেলেরা

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম । দীর্ঘ পাঁচ মাস সাগরে মাছ ধরা শেষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অনেকেই বাড়ী ফিরে গেছেন। এ বছর বনবিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ মৌসুম শেষ হয়। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শ্যালারচর ও নারিকেলবাড়ীয়া এ চারটি চরে অবস্থান নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। এ বছর দুবলারচরে ১০ হাজার জেলে ও মৎস্যজীবি জড়ো হয়েছিলেন। নারিকেলবাড়ীয়ার জেলে শরণখোলার বিল্লাল সিকদার, আলোরকোলের জেলে রামপালের মোতাসিম ফরাজী, খুলনার ডুমুরিয়ার পংকজ চন্দ্র ও মাঝেরকেল্লার জেলে শরণখোলার ইউনুস ফকির বলেন, এবছর তাদের ব্যবসা মোটামুটি ভালো হয়েছে।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, পাঁচ মাসের দুবলার শুঁটকি মৌসুম শেষ হয়েছে। অনেক জেলে ইতোমধ্যে বাড়ী ফিরে গেছেন এখনো যারা রয়েছেন তাদের ৩১ মার্চের মধ্যে চলে যেতে হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে বনবিভাগ। এ বছর ৩ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বনবিভাগ ২৯ মার্চ পর্যন্ত রাজস্ব আদায় করেছে ৪ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯৫৪ টাকা। দুবলায় ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিলো বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা/এন

শুঁটকির মৌসুম শেষ, দুবলার চর ছাড়ছেন জেলেরা

প্রকাশের সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম । দীর্ঘ পাঁচ মাস সাগরে মাছ ধরা শেষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অনেকেই বাড়ী ফিরে গেছেন। এ বছর বনবিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ মৌসুম শেষ হয়। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শ্যালারচর ও নারিকেলবাড়ীয়া এ চারটি চরে অবস্থান নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। এ বছর দুবলারচরে ১০ হাজার জেলে ও মৎস্যজীবি জড়ো হয়েছিলেন। নারিকেলবাড়ীয়ার জেলে শরণখোলার বিল্লাল সিকদার, আলোরকোলের জেলে রামপালের মোতাসিম ফরাজী, খুলনার ডুমুরিয়ার পংকজ চন্দ্র ও মাঝেরকেল্লার জেলে শরণখোলার ইউনুস ফকির বলেন, এবছর তাদের ব্যবসা মোটামুটি ভালো হয়েছে।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, পাঁচ মাসের দুবলার শুঁটকি মৌসুম শেষ হয়েছে। অনেক জেলে ইতোমধ্যে বাড়ী ফিরে গেছেন এখনো যারা রয়েছেন তাদের ৩১ মার্চের মধ্যে চলে যেতে হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে বনবিভাগ। এ বছর ৩ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বনবিভাগ ২৯ মার্চ পর্যন্ত রাজস্ব আদায় করেছে ৪ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯৫৪ টাকা। দুবলায় ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিলো বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

বার্তা/এন