মনিরুল আলম মিশর ::-
যশোরের ঝিকরগাছা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের কর্মকর্তারা অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস সহকারী রবিউল ইসলামকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকা সহ আটক করেছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোরের ডিডি মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত জানান, হটলাইনের সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় টানা ২ ঘন্টার তল্লাশি শেষে অফিস সহকারি রবিউল ইসলামের টিফিন বক্সের ভেতর থেকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকা সহ তাকে আটক করা হয়।
বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল রেজিস্ট্রি অফিসে ব্যাপক দুর্নীতি চলছে স্থানীয় দু চার জন রাজনৈতিক নেতার ছত্র ছায়ায়। রেজিস্ট্রি অফিসের চিনহিত ২ জন কর্মচারী প্রকাশ্যে ঘুষ বানিজ্যে জড়িত রয়েছে। দলিলের নকল তুলতে ঘুষ লাগছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। জমি রেজিস্ট্রি করতে গেলে বিভিন্ন ধরনের খাতওয়ারি ঘুষ দেওয়া লাগে। দাখিলা না থাকা সত্ত্বেও বিভিন্ন অবৈধ জমিগুলো গোপনে সাতটার পর রেজিস্ট্রি করা হয়। ঝিকরগাছার রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় সাধারন মানুষদের। গত কয়েকদিন রবিউল ইসলাম দেড় কোটি টাকা মূল্যের একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে মোটা অংকের ঘুষ দাবি করার অভিযোগ আছে বলে মুহুরি রানা জানান।
রানা ঘুষ দিতে অস্বীকার করায় রবিউল ইসলাম সন্ত্রাসী দ্বারা মুহুরি রানাকে মারধর করে। এ ধরনের বহু দুর্নীতি চলছে ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসে। স্থানীয় জনগন দুদুকের এই অভিযানকে স্বাগত জানায়।