
চট্টগ্রাম ব্যুরো #
চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডও আলী আকবর।
তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও একটি অসমর্থিত সূত্রে জানা গেছে তেলবাহী ট্যাংকারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।