শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সজীব ম্যাজিক একাডেমীর নতুন অফিস উদ্বোধন

মানুষের ধার প্রান্তে ম্যাজিক শিল্পকে পৌছে দিতে সজীব ম্যাজিক একাডেমীর নতুন অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ নাসির উদ্দীন।
এসময় ম্যাজিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালামের সভাপতিত্বে ও ম্যাজিক ক্লাবের সভাপতি জাদুশিল্পী নুর মোশাররফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ম্যাজিক সার্কেলের সভাপতি এম ইউ হাওলাদার, বাংলাদেশ জাদুকর পরিষদের সাধারণ সম্পাদক এস এইচ সায়মন, জাদুশিল্পী এ কে আজাদ, জাদুশিল্পী সাদাত মামুন, জাদুশিল্পী জে কে।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভানুমতীর খেল ম্যাজিক ইন্টারন্যাশনালের সভাপতি জাদুকর সোহাগ খান, ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাদুশিল্পী স্বপন দিনার, বাংলার মিস্টার বিন খ্যাত জাদুশিল্পী রাশেদ শিকদার, জাদুশিল্পী ওসমান গনি, জাদুকন্যা এস কে ফাতেমা সপ্না, জাদুশিল্পী আশিকুর রহমান আশিক,  একে খান, মিজানুর রহমান,  নান্নু হাওলাদার,  রাজু,  মিজান, ডেঞ্জার মাহবুব, নুর প্রমানিক,  বিদেশ অধিকারী,  সিদ্দিক,  সাদ্দাম, মাহমুদ,  মাসুদ আহমেদ,  জাহিদ হাসান ও বি পি ব্যানার্জি প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন

সজীব ম্যাজিক একাডেমীর নতুন অফিস উদ্বোধন

প্রকাশের সময় : ১১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
মানুষের ধার প্রান্তে ম্যাজিক শিল্পকে পৌছে দিতে সজীব ম্যাজিক একাডেমীর নতুন অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ নাসির উদ্দীন।
এসময় ম্যাজিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালামের সভাপতিত্বে ও ম্যাজিক ক্লাবের সভাপতি জাদুশিল্পী নুর মোশাররফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ম্যাজিক সার্কেলের সভাপতি এম ইউ হাওলাদার, বাংলাদেশ জাদুকর পরিষদের সাধারণ সম্পাদক এস এইচ সায়মন, জাদুশিল্পী এ কে আজাদ, জাদুশিল্পী সাদাত মামুন, জাদুশিল্পী জে কে।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভানুমতীর খেল ম্যাজিক ইন্টারন্যাশনালের সভাপতি জাদুকর সোহাগ খান, ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাদুশিল্পী স্বপন দিনার, বাংলার মিস্টার বিন খ্যাত জাদুশিল্পী রাশেদ শিকদার, জাদুশিল্পী ওসমান গনি, জাদুকন্যা এস কে ফাতেমা সপ্না, জাদুশিল্পী আশিকুর রহমান আশিক,  একে খান, মিজানুর রহমান,  নান্নু হাওলাদার,  রাজু,  মিজান, ডেঞ্জার মাহবুব, নুর প্রমানিক,  বিদেশ অধিকারী,  সিদ্দিক,  সাদ্দাম, মাহমুদ,  মাসুদ আহমেদ,  জাহিদ হাসান ও বি পি ব্যানার্জি প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন