শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে ‘স্যাম বাহাদুর’-এর ঝলক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৪২

ছবিঃ সংগৃহীত

ঠিক ৩৬৫ দিন বাকি। জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। আসছে জীবনীনির্ভর ছবি ‘স্যাম বাহাদুর’। প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবির ঝলক প্রকাশ্যে এল বৃহস্পতিবার। সেনাপ্রধানের চরিত্রে সপ্রতিভ ভিকিকে হেঁটে যেতে দেখা গেল। দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে জওয়ানরা। ঝলকে অবশ্য মুখ দেখা যায়নি ভিকির। তবু অনুরাগীদের উচ্ছ্বাসে স্পষ্ট, নায়ককে মানিয়েছে বেশ!

ইনস্টাগ্রামে ছবির ঝলক ভাগ করে নিয়ে ভিকি লিখেছেন, “আর ৩৬৫ দিন বাকি! প্রেক্ষাগৃহে ‘স্যাম বাহাদুর’ মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর, ২০২৩ সালে।” ‘স্যাম বাহাদুর’-এর মতো ছবি দেশে এই প্রথম বার হচ্ছে। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাঁকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

তাঁর সারা জীবনের কৃতিত্ব এ বার পর্দায় তুলে ধরবেন পরিচালক মেঘনা গুলজ়ার। ভিকি ছাড়াও সে ছবিতে অভিনয় করছেন সানিয়া মলহোত্র, ফতিমার মতো তারকারা। চলতি বছর অক্টোবর মাসে ছবির শুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন ভিকি। লিখেছিলেন, “‘স্যাম বাহাদুর’-এর প্রথম আউটডোর শুটিং শেষ হল।” এ বছর স্যামের ১০৬ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে গুলজ়ারও লিখেছিলেন, ‘‘বীরহৃদয়, বীরপুঙ্গব, আমাদের স্যাম বাহাদুর… জন্মশতবার্ষিকীতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর কাহিনি নতুন নাম পেল। স্যাম বাহাদুর।”
সূত্রঃ আনন্দ বাজার

প্রকাশ্যে ‘স্যাম বাহাদুর’-এর ঝলক

প্রকাশের সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

ঠিক ৩৬৫ দিন বাকি। জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। আসছে জীবনীনির্ভর ছবি ‘স্যাম বাহাদুর’। প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবির ঝলক প্রকাশ্যে এল বৃহস্পতিবার। সেনাপ্রধানের চরিত্রে সপ্রতিভ ভিকিকে হেঁটে যেতে দেখা গেল। দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে জওয়ানরা। ঝলকে অবশ্য মুখ দেখা যায়নি ভিকির। তবু অনুরাগীদের উচ্ছ্বাসে স্পষ্ট, নায়ককে মানিয়েছে বেশ!

ইনস্টাগ্রামে ছবির ঝলক ভাগ করে নিয়ে ভিকি লিখেছেন, “আর ৩৬৫ দিন বাকি! প্রেক্ষাগৃহে ‘স্যাম বাহাদুর’ মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর, ২০২৩ সালে।” ‘স্যাম বাহাদুর’-এর মতো ছবি দেশে এই প্রথম বার হচ্ছে। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাঁকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

তাঁর সারা জীবনের কৃতিত্ব এ বার পর্দায় তুলে ধরবেন পরিচালক মেঘনা গুলজ়ার। ভিকি ছাড়াও সে ছবিতে অভিনয় করছেন সানিয়া মলহোত্র, ফতিমার মতো তারকারা। চলতি বছর অক্টোবর মাসে ছবির শুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন ভিকি। লিখেছিলেন, “‘স্যাম বাহাদুর’-এর প্রথম আউটডোর শুটিং শেষ হল।” এ বছর স্যামের ১০৬ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে গুলজ়ারও লিখেছিলেন, ‘‘বীরহৃদয়, বীরপুঙ্গব, আমাদের স্যাম বাহাদুর… জন্মশতবার্ষিকীতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর কাহিনি নতুন নাম পেল। স্যাম বাহাদুর।”
সূত্রঃ আনন্দ বাজার