শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে শত্রুতার জের ধরে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিমপুর  ইউনিয়নের জগ্দল গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের  ২৫ শতক জমির  ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজি চন্দনচহট মালিবস্তির  বিউটি আকতার, কালকটু,সাকিল সহ গত ৮-১-২৩ইং তাদের লাঠিআর বাহিনী নিয়ে উক্ত জমিতে এসে ভয়ভীতি দেখায়  এবং পরে ৯-১-২৩ ইং তারিখে সকাল অনুমান ৯.৩০ মিনিটে উক্ত ভুট্টা ক্ষেত পরিচর্যা করার জন্য জমিতে এসে দেখেন ২৫ শতক জমির ভুট্টার গাছ কেটে ফেলা হয়।  ভুট্টা ক্ষেতের মালিক তসলিম উদ্দিন  বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ৬০ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলাম। সর্বশেষ ওই জমিতে ভুট্টা রোপন করা হয়েছিল। গাছগুলোও বেশ বড় হয়েছিল । কিন্তু ৯-১-২৩ ইং ভোর রাতে    বিউটি আকতার, কালকটু,সাকিলসহ  কয়েকজন লোক আমার ভুট্টা ক্ষেতে ঢুকে প্রায় ২৫শতক জমির  ভুট্টা গাছ কেটে ফেলেছে ও চারটি আম গাছ কেটেছে তারা । এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।
তসলিম উদ্দিন আরও  বলেন, বিউটি আকতার সঙ্গে দীর্ঘদিন ধরে উক্ত  জমি নিয়ে বিরোধ চলছিল, এরই জের ধরে বিউটি আকতার, কালকটু,সাকিল সহ তাদের দাঙ্গা বাহিনী আমার  জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে অভিযুক্ত  বিউটি আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান , আমার বিরুদ্ধে যে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেরাই ভুট্টা গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম  বলেন, আমরা এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীশংকৈলে শত্রুতার জের ধরে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিমপুর  ইউনিয়নের জগ্দল গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের  ২৫ শতক জমির  ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজি চন্দনচহট মালিবস্তির  বিউটি আকতার, কালকটু,সাকিল সহ গত ৮-১-২৩ইং তাদের লাঠিআর বাহিনী নিয়ে উক্ত জমিতে এসে ভয়ভীতি দেখায়  এবং পরে ৯-১-২৩ ইং তারিখে সকাল অনুমান ৯.৩০ মিনিটে উক্ত ভুট্টা ক্ষেত পরিচর্যা করার জন্য জমিতে এসে দেখেন ২৫ শতক জমির ভুট্টার গাছ কেটে ফেলা হয়।  ভুট্টা ক্ষেতের মালিক তসলিম উদ্দিন  বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ৬০ শতক জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলাম। সর্বশেষ ওই জমিতে ভুট্টা রোপন করা হয়েছিল। গাছগুলোও বেশ বড় হয়েছিল । কিন্তু ৯-১-২৩ ইং ভোর রাতে    বিউটি আকতার, কালকটু,সাকিলসহ  কয়েকজন লোক আমার ভুট্টা ক্ষেতে ঢুকে প্রায় ২৫শতক জমির  ভুট্টা গাছ কেটে ফেলেছে ও চারটি আম গাছ কেটেছে তারা । এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।
তসলিম উদ্দিন আরও  বলেন, বিউটি আকতার সঙ্গে দীর্ঘদিন ধরে উক্ত  জমি নিয়ে বিরোধ চলছিল, এরই জের ধরে বিউটি আকতার, কালকটু,সাকিল সহ তাদের দাঙ্গা বাহিনী আমার  জমির ভুট্টা গাছ কেটে ফেলেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে অভিযুক্ত  বিউটি আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান , আমার বিরুদ্ধে যে ভুট্টা গাছ কর্তনের অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেরাই ভুট্টা গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম  বলেন, আমরা এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।