
রোকনুজ্জামান রিপন ।।
যশোর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ লাইন্সে নির্মিত জীবানুনাশক স্প্রে গেইট ব্যবস্থাপনাসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশ লাইন্সে প্রবেশের মুল গেইটে স্থাপিত জীবানুনাশক স্প্রে গেইট ঘুরে ঘুরে দেখেন। এছাড়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটা পুলিশ ব্যারাকের সদস্য সংখ্যা কমিয়ে সামাজিক দূরত্ব সৃষ্টি করা এবং মেসের খাবার তদারকি করেন। পুলিশ সুপার মহোদয় বলেন আমাদের নিজেদেরকে সতর্ক এবং সাবধানে থেকে জনগণের সেবা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন প্রতিটি পুলিশ সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে প্রতিটা ডিউটি পার্টি আলাদা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (অপরাধ) জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার “ক” সার্কেল, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার “খ” সার্কেল, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার (সদর) জনাব মোঃ অপু সরোয়ার মহোদয়সহ যশোর জেলা পুলিশের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তা ও ফোর্সগণ।