শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে হামলার সুযোগ খুঁজছেন ট্রাম্প, সতর্ক ইরান

নুরুজ্জামান লিটন ## মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের ছুতো খুঁজছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তবে আক্রমণ হলে তেহরান জবাব দেবে বলেও ঘোষণা দেন তিনি। একইভাবে ইরানের শীর্ষ একজন সামরিক উপদেষ্টা নতুন বছরকে আমেরিকা যেন তাদের জনগণের জন্য শোকাবহ না করে ট্রাম্পকে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে যুদ্ধের পরিবর্তে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে বিলিয়ন ডলার নষ্ট করছে। ইরাক ভিত্তিক গোয়েন্দারা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মিথ্যা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার তথ্য জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিরাপত্তা, জনগণ ও মৌলিক স্বার্থ রক্ষা করতে সরাসরি পদক্ষেপ নেবে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বুধবার দুইটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বিমান মধ্যপ্রাচ্যে উড়াল দেয়। ইরানকে ঠান্ডা করার বার্তা দিতে ওই জাহাজ পাঠানো হয়। তবে ইতোমধ্যে সেই বিমান ওই এলাকা ত্যাগ করেছে।

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে ইরান কি পদক্ষেপ নিতে পারে সেটা নিয়ে উদ্বেগ ও সতর্ক রয়েছে আমেরিকা। আগামী ৩ জানুয়ারি কাসেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে মার্কিন ড্রোন হামলায় ইরাকে তিনি নিহত হন। ইরান দিবসটি পালনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ওয়াশিংটন অভিযোগ তুলছে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকের মার্কিন ঘাটিতে নিয়মিত রকেট হামলা করছে। তবে ইরান সমর্থিত পরিচিত কোনো গোষ্ঠী এসব আক্রমণের দায় স্বীকার করেনি। সপ্তাহের শুরুর দিকে আমেরিকার একজন সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা কিংবা মিত্রদের ওপর ইরানের সম্ভাব্য আক্রমণের লক্ষণ দেখা গেছে। ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় ইরানের সম্ভাব্য আক্রমণের বিষয়টি তুলে ধরেন। ইরান নজরদারির মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানের প্রতি কিছু সুস্থ্য বন্ধুত্বমূলক উপদেশ। যদি একজন আমেরিকানকে হত্যা করা হয় তাহলে তার জন্য ইরান দায়ী থাকবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ইরানে হামলার সুযোগ খুঁজছেন ট্রাম্প, সতর্ক ইরান

প্রকাশের সময় : ০৯:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

নুরুজ্জামান লিটন ## মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের ছুতো খুঁজছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তবে আক্রমণ হলে তেহরান জবাব দেবে বলেও ঘোষণা দেন তিনি। একইভাবে ইরানের শীর্ষ একজন সামরিক উপদেষ্টা নতুন বছরকে আমেরিকা যেন তাদের জনগণের জন্য শোকাবহ না করে ট্রাম্পকে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে যুদ্ধের পরিবর্তে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে বিলিয়ন ডলার নষ্ট করছে। ইরাক ভিত্তিক গোয়েন্দারা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মিথ্যা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার তথ্য জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিরাপত্তা, জনগণ ও মৌলিক স্বার্থ রক্ষা করতে সরাসরি পদক্ষেপ নেবে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বুধবার দুইটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বিমান মধ্যপ্রাচ্যে উড়াল দেয়। ইরানকে ঠান্ডা করার বার্তা দিতে ওই জাহাজ পাঠানো হয়। তবে ইতোমধ্যে সেই বিমান ওই এলাকা ত্যাগ করেছে।

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে ইরান কি পদক্ষেপ নিতে পারে সেটা নিয়ে উদ্বেগ ও সতর্ক রয়েছে আমেরিকা। আগামী ৩ জানুয়ারি কাসেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে মার্কিন ড্রোন হামলায় ইরাকে তিনি নিহত হন। ইরান দিবসটি পালনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ওয়াশিংটন অভিযোগ তুলছে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকের মার্কিন ঘাটিতে নিয়মিত রকেট হামলা করছে। তবে ইরান সমর্থিত পরিচিত কোনো গোষ্ঠী এসব আক্রমণের দায় স্বীকার করেনি। সপ্তাহের শুরুর দিকে আমেরিকার একজন সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা কিংবা মিত্রদের ওপর ইরানের সম্ভাব্য আক্রমণের লক্ষণ দেখা গেছে। ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় ইরানের সম্ভাব্য আক্রমণের বিষয়টি তুলে ধরেন। ইরান নজরদারির মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানের প্রতি কিছু সুস্থ্য বন্ধুত্বমূলক উপদেশ। যদি একজন আমেরিকানকে হত্যা করা হয় তাহলে তার জন্য ইরান দায়ী থাকবে।