
আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ (জামালপুর)।। জামালপুরের বকশীগঞ্জে লকডাউনের বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন সরকার ঘোষিত কঠোর লকডাউনের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও পথচারীরা মাস্ক পরিধান না করায় পৌর এলাকার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার সারা দিন অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস সংক্রমণ প্রতিরোধ আইনে ২৭ টি মামলায় ৯ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিজিবি সদস্যরা।