শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে হত্যা ও চুরি মামলায় চারজন রিমান্ডে

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৯৪

যশোরে  হত্যা ও মামলায়  চুরি মামলার চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যশোর সদর উপজেলার আরবপুরে চাঁদা না পেয়ে মাদ্রাসাশিক্ষক আব্দুল মালেককে হত্যা মামলায় রাব্বি হোসেনের ও চুরি মামলায় গৃহচোর চক্রের আরও তিনসদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রে ইমরান আহম্মেদ পৃথক দুই মামলায় পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্তরা হলেন, হত্যা মামলায় যশোর সদর উপজেলার আরবপুর এলাকার রাব্বি হোসেন ও চুরি মামলায় কৃষ্ণবাটি গ্রামের শাকিল হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার রবিউল ইসলাম রবি ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের রিজভী আহম্মেদ ওরফে রাফিন।

আদালত সূত্র জানায়, মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৯ ডিসেম্বর রাতে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তার দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে আবার ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।গত ৩০ ডিসেম্বর ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন আব্দুল মালেকের ছেলে আমান উল্লাহ। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জানুয়ারি মারা যান আব্দুল মালেক। মামলটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। পরে ঢাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান তাকে আটক করে আদালতে সেপার্দ করে। একই সাথে সাতদিনের রিমান্ড আবেদন জানান।

অন্যদিকে, রিমান্ড প্রাপ্ত অন্য আসামিরা গৃহচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রবিউল ইসলাম ও রাফিন মণিরামপুরের একটি বাড়িতে হাতে নাতে চুরি করতে যেয়ে ধরা খাই। এরমধ্যে রবিউল ও রাফিনকে একটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তিতে তাদের কাছথেকে চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তারা নিজ মুখেই স্বীকার করেন চুরির কথা। এছাড়া তালবাড়িয়া গ্রামে একটি চুরির ঘটনার সাথে তারা জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। মালামালও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় তাদেরকে আটক দেখানো হয়। পরে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। #

যশোরে বিস্ফোরক তালবাড়িয়ার কবির আটক

যশোরে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় যুবদল নেতা তালবাড়িয়ার কবির হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে আটকের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কবির তালবাড়িয়া চিনের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর যশোর বেনাপোল সড়কের মাদ্রাসারোডে বিএনপির নেতাকর্মীরা নাশকতা পরিকল্পনা করছে ও বিস্ফোরক দ্রব্যনিয়ে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে যেয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর সে মামলার তদন্তে কবির হোসেনের জড়িত থাকার বিষয়টি প্রমান পায়। ফলে কবিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। #

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি ঘোষণা

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৪ মে শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ১১ মে শনিবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ০১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

ভর্তির আবেদন ও সময়সূচি পুনঃনির্ধারণের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, এ কারণে সকলের মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। সমগ্র দেশব্যাপী এ পরীক্ষাটি আয়োজন করতে হয়, সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। ইতিপূর্বে পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একইসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনও  একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন। সকলের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আহত

যশোরে অজ্ঞাত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সৈকত হোসেন (১৮)নামে শিক্ষার্থী জখম হয়েছেন।  মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে শহরের আরএন রোডে এ ঘটনা ঘটে। আহত সৈকত মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ ইস্রাফিলের ছেলে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে আহত জানান, ঢাকা থেকে ভোর রাতে যশোরে আসেন। পরে পায়ে হেঁটে আর এন রোড হয়ে দড়াটানা দিকে আসছিলেন।পথিমধ্যে অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত কাছে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হসপিটালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান,আহত পিঠে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী মামলার  আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চার্জশিট

যশোরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী এবং চাঁদাবাজির পৃথক তিন মামলায় বহুবিতর্কিত আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে কোতয়ালি থানার পরিদর্শক তরিকুল ইসলাম, এসআই প্রদীদ কুমার রায় ও  নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

অভিযুক্ত আনোয়ারুল কবীর যশোর শহরের শাহ আব্দুর করীম সড়ক খড়কিতে বসবাস করতেন। বর্তমানে তিনি ঢাকার মিরপুর শেওড়া পাড়া পিরেরবাগ এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে,যশোর জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পদক ও সদর উপজেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ সাদিয়া মৌরিনের ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে আনোয়ারুল। এরপর ছবিগুলো এডিট করে আনোয়ারুল কবীর তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে পোস্ট করে সম্মনহানি করে। এ অভিযোগে মৌরিন আনোয়ারুল কবীরসহ দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলায় করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে আলাদা চার্জশিট দিয়েছেন। এ মামলার অপর আসামি শহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যহতির আবেদন করা হয়েছে।

অপর দিকে, ২০২৩ সালের ২৪ মে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে নিয়ে আনোয়ারুল কবীর মানহানিকর পোস্ট করে ফেসবুকে। এছাড়া হোটসআ্যাপের মাধ্যমে ৩ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন রাজু। ওই মামলার তদন্ত শেষে আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এছাড়া, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আসামি আনোয়ারুল কবীর যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান সম্পর্কে বিভিন্ন আপত্তিকার কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এছাড়া তার হটসএ্যাপসে কল করে এক লাখ টাকা চাদা দাবি করে। চাদার টাকা না দিলে তার প্রচার অব্যহত থাকবে বলেও হুমকি দেয়। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সিমু চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি আনোয়ারুল কবীরকে চাদাবাজি ও মানহানির ঘটানোর অপরাধে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।  অভিযুক্ত আনোয়ারুল কবীরকে সকল মামলায় আটক দেখানো হয়েছে।#

যশোরে হত্যা ও চুরি মামলায় চারজন রিমান্ডে

প্রকাশের সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

যশোরে  হত্যা ও মামলায়  চুরি মামলার চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যশোর সদর উপজেলার আরবপুরে চাঁদা না পেয়ে মাদ্রাসাশিক্ষক আব্দুল মালেককে হত্যা মামলায় রাব্বি হোসেনের ও চুরি মামলায় গৃহচোর চক্রের আরও তিনসদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রে ইমরান আহম্মেদ পৃথক দুই মামলায় পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্তরা হলেন, হত্যা মামলায় যশোর সদর উপজেলার আরবপুর এলাকার রাব্বি হোসেন ও চুরি মামলায় কৃষ্ণবাটি গ্রামের শাকিল হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার রবিউল ইসলাম রবি ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের রিজভী আহম্মেদ ওরফে রাফিন।

আদালত সূত্র জানায়, মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৯ ডিসেম্বর রাতে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তার দুই পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে আবার ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।গত ৩০ ডিসেম্বর ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন আব্দুল মালেকের ছেলে আমান উল্লাহ। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জানুয়ারি মারা যান আব্দুল মালেক। মামলটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। পরে ঢাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান তাকে আটক করে আদালতে সেপার্দ করে। একই সাথে সাতদিনের রিমান্ড আবেদন জানান।

অন্যদিকে, রিমান্ড প্রাপ্ত অন্য আসামিরা গৃহচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রবিউল ইসলাম ও রাফিন মণিরামপুরের একটি বাড়িতে হাতে নাতে চুরি করতে যেয়ে ধরা খাই। এরমধ্যে রবিউল ও রাফিনকে একটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তিতে তাদের কাছথেকে চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তারা নিজ মুখেই স্বীকার করেন চুরির কথা। এছাড়া তালবাড়িয়া গ্রামে একটি চুরির ঘটনার সাথে তারা জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। মালামালও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় তাদেরকে আটক দেখানো হয়। পরে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। #

যশোরে বিস্ফোরক তালবাড়িয়ার কবির আটক

যশোরে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় যুবদল নেতা তালবাড়িয়ার কবির হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে আটকের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কবির তালবাড়িয়া চিনের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর যশোর বেনাপোল সড়কের মাদ্রাসারোডে বিএনপির নেতাকর্মীরা নাশকতা পরিকল্পনা করছে ও বিস্ফোরক দ্রব্যনিয়ে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে যেয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর সে মামলার তদন্তে কবির হোসেনের জড়িত থাকার বিষয়টি প্রমান পায়। ফলে কবিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। #

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি ঘোষণা

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৪ মে শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ১১ মে শনিবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ০১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

ভর্তির আবেদন ও সময়সূচি পুনঃনির্ধারণের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, এ কারণে সকলের মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। সমগ্র দেশব্যাপী এ পরীক্ষাটি আয়োজন করতে হয়, সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। ইতিপূর্বে পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একইসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনও  একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন। সকলের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আহত

যশোরে অজ্ঞাত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সৈকত হোসেন (১৮)নামে শিক্ষার্থী জখম হয়েছেন।  মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে শহরের আরএন রোডে এ ঘটনা ঘটে। আহত সৈকত মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ ইস্রাফিলের ছেলে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতালে আহত জানান, ঢাকা থেকে ভোর রাতে যশোরে আসেন। পরে পায়ে হেঁটে আর এন রোড হয়ে দড়াটানা দিকে আসছিলেন।পথিমধ্যে অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত কাছে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হসপিটালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান,আহত পিঠে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী মামলার  আনোয়ারুল কবীরের বিরুদ্ধে চার্জশিট

যশোরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী এবং চাঁদাবাজির পৃথক তিন মামলায় বহুবিতর্কিত আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে কোতয়ালি থানার পরিদর্শক তরিকুল ইসলাম, এসআই প্রদীদ কুমার রায় ও  নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

অভিযুক্ত আনোয়ারুল কবীর যশোর শহরের শাহ আব্দুর করীম সড়ক খড়কিতে বসবাস করতেন। বর্তমানে তিনি ঢাকার মিরপুর শেওড়া পাড়া পিরেরবাগ এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে,যশোর জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পদক ও সদর উপজেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ সাদিয়া মৌরিনের ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে আনোয়ারুল। এরপর ছবিগুলো এডিট করে আনোয়ারুল কবীর তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে পোস্ট করে সম্মনহানি করে। এ অভিযোগে মৌরিন আনোয়ারুল কবীরসহ দুইজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলায় করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে আলাদা চার্জশিট দিয়েছেন। এ মামলার অপর আসামি শহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যহতির আবেদন করা হয়েছে।

অপর দিকে, ২০২৩ সালের ২৪ মে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে নিয়ে আনোয়ারুল কবীর মানহানিকর পোস্ট করে ফেসবুকে। এছাড়া হোটসআ্যাপের মাধ্যমে ৩ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন রাজু। ওই মামলার তদন্ত শেষে আনোয়ারুল কবীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এছাড়া, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আসামি আনোয়ারুল কবীর যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান সম্পর্কে বিভিন্ন আপত্তিকার কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এছাড়া তার হটসএ্যাপসে কল করে এক লাখ টাকা চাদা দাবি করে। চাদার টাকা না দিলে তার প্রচার অব্যহত থাকবে বলেও হুমকি দেয়। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সিমু চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি আনোয়ারুল কবীরকে চাদাবাজি ও মানহানির ঘটানোর অপরাধে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।  অভিযুক্ত আনোয়ারুল কবীরকে সকল মামলায় আটক দেখানো হয়েছে।#